নিজস্ব প্রতিবেদক

১৩ অক্টোবর, ২০২০ ১৯:১১

শাবির ল্যাবে ২২ জনের করোনা শনাক্ত

সিলেট করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর পিসিআর ল্যাবে ২২টি নমুনা পজিটিভ এসেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ১৬৪টি নমুনা পরীক্ষায় এই ২২টি নমুনার ফলাফল পজিটিভ আসে। শনাক্ত হওয়ারা সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা।

মঙ্গলবার সন্ধ্যায় সিলেটটুডে টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল।

তিনি জানান, আজ শনাক্ত হওয়া ২২ জনের মধ্যে সুনামগঞ্জের ২ জন, হবিগঞ্জের ৪ জন, মৌলভীবাজারের ৯ জন ও সিলেট জেলার ৭ জন রোগী রয়েছেন।

এ প্রভাষক আরও বলেন, ‘শাবির ল্যাবে সোমবার ১৬৪টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে সিলেটের ৭১টি, হবিগঞ্জের ২৪টি, মৌলভীবাজারের ৩৭টি ও সুনামগঞ্জের ৩২টি নমুনা সংগ্রহ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত