আন্তর্জাতিক ডেস্ক

১৬ নভেম্বর, ২০২০ ১১:৫৯

আবারও করোনার ভয়াবহতা দেখছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ আবারো ভয়াবহ হয়ে উঠেছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মোট ২ লাখ ৫১ হাজার ২৫৬ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে করোনায় প্রতিদিন গড়ে প্রায় এক হাজার মানুষ মারা যাচ্ছেন। এছাড়া বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্রে করোনার মৃত্যু এখনো সর্বাধিক। পরিসংখ্যান আগের মাসের তুলনায় ৫০ শতাংশ বেশি। মিনেসোটা, নিউ মেক্সিকো, টেনেসি এবং উইসকনসিন রাজ্যেগুলোতে রেকর্ড সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটছে।

বিজ্ঞাপন

জনস হপকিনস সেন্টার ফর হেলথ সিকিউরিটির স্কলার ও মহামারি রোগ বিশেষজ্ঞ জেনিফার নুজো জানিয়েছেন, পরিস্থিতি খারাপ হচ্ছে এবং আগামী বছরগুলোতে আরো খারাপ হতে পারে। তিনি জানিয়েছেন, সামনের মাসগুলোতে অবস্থা আরো ভয়াবহ হতে পারে।

নিউইয়র্ক টাইমস-এর একটি রিপোর্ট বলছে, আগামী সপ্তাহগুলোতে আমেরিকায় মৃতের সংখ্যা আরো দ্রুত বাড়তে পারে। সমস্ত বিষয় ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে উইসকনসিন এবং নিউ মেক্সিকো রাজ্যের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা নতুন পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

বিজ্ঞাপন

রিপোর্ট জানাচ্ছে, উইসকনসিন এবং নিউ মেক্সিকোর স্বাস্থ্য অধিদপ্তর মৃতদেহের জন্য অতিরিক্ত ব্যাগ ও বড় যানবাহনের ব্যবস্থা করছেন। অন্যদিকে, এই দুটি রাজ্যে ক্রমেই বাড়ছে সংক্রমণ। ফলে হাসপাতালগুলোতে রোগীদের পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করতে পারছে না কর্তৃপক্ষ।

শুক্রবার (১৪নভেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনে ১ লাখ ৮১ হাজার করোনা রোগী শনাক্ত করা হয়েছে। মোট করোনা সংক্রমণ ছাড়িয়ে গিয়েছে ১ কোটি ১২ লাখের বেশি। ফলে ৪ থেকে ৬ সপ্তাহের লকডাউনের দাবি তুলেছেন বিশেষজ্ঞরা।

আপনার মন্তব্য

আলোচিত