নিজস্ব প্রতিবেদক

২০ ডিসেম্বর, ২০২০ ২১:৫৫

করোনামুক্ত হলেন নুরুল ইসলাম নাহিদ

সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ করোনা মুক্ত হয়েছেন। রোববার (২০ ডিসেম্বর) নিজেই এ তথ্য ফেসবুকে জানান সিলেট-৬ আসনের এই সাংসদ।

এরআগে গত ৪ ডিসেম্বর নমুনা পরীক্ষায় নুরুল ইসলাম নাহিদের করোনা শনাক্ত হয়।

করোনামুক্ত হওয়ার কথা জানিয়ে রোববার ফেসবুকে নুরুল ইসলাম নাহিদ লেখেন-

পরম করুণাময় মহান আল্লাহতালার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমার এবং আমার পরিবারের সবার কোভিড-১৯ পরিক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।

আমাদের অসুস্থতার সময় আমার এলাকা গোলাপগঞ্জ ও বিয়ানীবাজাররের আওয়ামী লীগ ও সকল সহযোগি সংগঠনের সকল নেতা কর্মী এবং সমাজের সকল স্তরের জনগন, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং সকল স্তরের মানুষ আমাদের জন্য দোয়া করেছেন, সকল মসজিদে দোয়া করেছেন , কোরানে খতম, নফল নামাজ পড়ে দোয়া করেছেন।

মন্দির ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা করেছেন। ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের এম ডি জনাব মুবিন খানসহ চিকিৎসক ও সকল স্তরের কর্মীগন আপ্রাণ চেষ্টা করে আমাদের চিকিৎসা করেছেন।

দেশ-বিদেশে আমার বন্ধু, শুভানুধ্যায়ী এবং আমার সকল সহকর্মীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আমার এলাকা গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার এর জনগণের ভালবাসা ও মমতায় আমি আপ্লূত।

আপনারা সবাই সুস্থ থাকার চেষ্টা করবেন। সাবধানে থাকবেন।

আপনার মন্তব্য

আলোচিত