আন্তর্জাতিক ডেস্ক

০৮ এপ্রিল, ২০২১ ১০:৩৭

টিকার দ্বিতীয় ডোজ নিলেন মোদি

করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সাইন্স (এআইআইএমএস) হাসপাতালে গিয়ে করোনার টিকা নেন তিনি।

টিকার নেওয়ার পর একটি টুইট করেন তিনি।

টুইটে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘আজ এআইআইএমএস থেকে কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ নিলাম। ভাইরাসকে হারানোর হাতেগোনা কয়েকটি উপায়ের মধ‌্যে টিকা অন‌্যতম। আপনি যদি টিকা পাওয়ার যোগ্য হন, তাহলে দ্রুত নিন।’

এর আগে গত ১ মার্চ সকালে একই হাসপাতাল থেকে টিকার প্রথম ডোজ নেন তিনি।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, ভারতে এখন পর্যন্ত মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ২৯ লাখ ২৬ হাজার ৬১ জন। মারা গেছেন ১ লাখ ৬৬ হাজার ৮৯২ জন। দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি লোক করোনার টিকা নিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত