সিলেটটুডে ডেস্ক

০৮ এপ্রিল, ২০২১ ১৬:৪০

করোনায় দেশে রেকর্ড ৭৪ জনের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে দেশে সর্বোচ্চ মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় ৭৪ জন মারা গেছেন। এনিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৫২১ জন। চব্বিশ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৮৫৪ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৬৬ হাজার ১৩২ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০.৬৫ শতাংশ।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকালে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এটিই সবেচয়ে বেশি মৃত্যু। এর আগে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল গত বছরের ৩০ জুন। সে দিন করোনায় ৬৪ জনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ছয় লাখ ৬৬ হাজার ১৩২ জনের দেহে। এর মধ্যে মারা গেছে নয় হাজার ৫২১ জন।

আপনার মন্তব্য

আলোচিত