নিজস্ব প্রতিবেদক

২৫ এপ্রিল, ২০২১ ২১:২২

শামসুদ্দিন হাসপাতালে করোনায় আরও দুই জনের মৃত্যু

করোনা চিকিৎসার জন্য ডেডিকেটেড সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। রোববার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ দু'জন মারা যান। এদের একজন দুপুরে ও অপরজন সন্ধ্যায় মারা যান।

এরআগে শনিবার একদিনে সিলেটে করোনা আত্রান্ত হয়ে ৮ জন মারা যান। যা দেশে করোনা সংক্রম শুরুর পর সিলেটে একদিনে সর্বোচ্চ মৃত্যু।

রোববার নতুন করে দুজন মৃত্যুর তথ্য নিশ্চিত করে শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. চয়ন রায় বলেন, মারা যাওয়া একজন পুরুষ ও অপরজন নারী। দু'জনেরই বয়স ৫০ এর বেশি হবে। তাদের একজনের বাড়ি সিলেট জেলায় ও অপরজনের বাড়ি হবিগঞ্জ জেলায়।
 
শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭৩ জন। এরমধ্যে ৪৭ জনের করোনা পজিটিভ ও ২৬ জনের শরীরে রয়েছে করোনার উপসর্গ।

আপনার মন্তব্য

আলোচিত