আন্তর্জাতিক ডেস্ক

১২ মে, ২০২১ ১১:১৪

করোনাভাইরাস: একদিনে ফের রেকর্ড মৃত্যু ভারতে

করোনাভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারতে মৃত্যুর মিছিল থামছেই না। দেশটিতে একদিনে রেকর্ড মৃত্যুর পাশাপাশি আরও প্রায় সাড়ে তিন লাখ রোগী শনাক্ত হয়েছে।

বুধবার (১২ মে) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে ৪ হাজার ২০৫ জনের মৃত্যু হয়েছে।

একদিনে এত মৃত্যু দক্ষিণ এশিয়ার দেশটিতে ভাইরাস ছড়িয়ে পড়ার পর সর্বোচ্চ। গত ৮ মে ৪ হাজার ১৮৭ জনের মৃত্যু দেখেছিল ভারত। এর পর কয়েক দিন মৃত্যু কিছুটা কমে।

এদিকে দৈনিক সংক্রমণ পর পর দু’দিন সাড়ে ৩ লাখের নিচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৪৮ হাজার ৪২১ জন আক্রান্ত হয়েছেন বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটিতে।

ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ৯৩৮ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২ লাখ ৫৪ হাজার ১৯৭ জনের।

অন্যদিকে একদিনে ২৫ লাখ ২৫ হাজার ৯২৫ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাদান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৭ কোটি ৫২ লাখ ৩৫ হাজার ৯৯১ জন টিকা পেয়েছেন ভারতে।

আপনার মন্তব্য

আলোচিত