নিজস্ব প্রতিবেদক

১৭ মে, ২০২১ ০২:০২

ভ্যাকসিন উৎপাদনের অনুমতি পায়নি ইনসেপ্টা

দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে চীনের কোনো ভ্যাকসিন উৎপাদনের জন্য বাংলাদেশের কাউকে অনুমতি দেয়নি ঔষধ প্রশাসন অধিদপ্তর।

রোববার (১৬ মে) ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে এই মর্মে সংবাদ প্রকাশিত হচ্ছে যে সিনোফার্ম কর্তৃক উৎপাদিত ভ্যাকসিন ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল লিমিটেডের কারখানায় উৎপাদনের নিমিত্তে ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদন প্রদান করা হয়েছে যা সঠিক নয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে কোভিড-১৯ টিকা উৎপাদনের অনুমতি এখন পর্যন্ত কোন ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে দেওয়া হয়নি।

ভ্যাকসিন উৎপাদনে কোন প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া সংক্রান্ত সংবাদ প্রকাশ করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি না করার জন্যে সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে অনুরোধ জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে দেশে চীনে উদ্ভাবিত সিনোফার্মা ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর।

আপনার মন্তব্য

আলোচিত