সিলেটটুডে ডেস্ক

৩০ মে, ২০২১ ১৩:০৬

করোনাভাইরাস: ভারতে দৈনিক শনাক্ত ও মৃত্যু দুটোই কমেছে

ভারতে করোনাভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা অব্যাহত রয়েছে। তবে দেশটিতে দৈনিক শনাক্ত দুই লাখের কম পাওয়া গেছে। আর আগের দিনের তুলনায় কমেছে মৃত্যুর সংখ্যাও।

ওয়ার্ল্ডোমিটারের রোববারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ৩ হাজার ৬১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ৩ লাখ ২৫ হাজার ৯৯৮ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় দক্ষিণ এশিয়ার দেশটিতে আরও ১ লাখ ৭৪ হাজার ৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মোট সংক্রমণ দাঁড়িয়েছে ২ কোটি ৭৮ লাখ ৯৩ হাজার ৪৭২ জনে।

করোনায় দৈনিক ৪ লাখের বেশি সংক্রমণ এবং সাড়ে ৪ হাজারের বেশি মৃত্যু দেখেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটি। এ জন্য করোনার ভারতীয় ধরন অনেকাংশে দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ প্রায় ১৭ কোটি ৬ লাখ ২৫ হাজারে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৩৫ লাখ ৪৮ হাজার ৫৭৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৫ কোটি ২৫ লাখ ৯১ হাজারের বেশি।

আপনার মন্তব্য

আলোচিত