সিলেটটুডে ডেস্ক

০২ সেপ্টেম্বর, ২০২১ ১৮:১২

করোনায় সিরাজগঞ্জের সাংসদ স্বপনের মৃত্যু

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপন করোনায় আক্রান্ত হয়ে তুরস্কের ইস্তাম্বুলের মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ।

জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শামসুজ্জামান আলো গণমাধ্যমকে জানান, সাংসদ স্বপন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে বেশ কিছু দিন চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি উন্নত চিকিৎসার জন্য তাকে তুরস্ক নেয়া হয়। বৃহস্পতিবার ভোরে সেখানেই তার মৃত্যু হয়।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই সাংসদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বৃহস্পতিবার সকালে সংসদ অধিবেশনের শুরুতেই স্পিকার শিরীন শারমিন চৌধুরী সাংসদ স্বপনের মৃত্যুর খবর সংসদকে জানান। পরে রেওয়াজ অনুযায়ী শোক প্রস্তাব তোলেন স্পিকার। চলমান সংসদের কোনো সদস্য মারা গেলে শোকপ্রস্তাবের ওপর আলোচনার রেওয়াজ আছে।

সিরাজগঞ্জ-৬ আসনের এমপি হাসিবুর রহমান স্বপন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। বয়স হয়েছিল ৬৭ বছর। একাদশ জাতীয় সংসদে তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

হাসিবুর রহমান স্বপন ১৯৫৪ সালের ১৬ জুন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি তিনবার সাংসদ নির্বাচিত হন।

এক সময়ের শ্রমিক নেতা হাসিবুর রহমান স্বপন এরশাদের আমলে জাতীয় পার্টি করতেন। ১৯৮৬ সালে তিনি প্রথমবারের মত শাহজাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ইউনিয়ন থেকে শাহজাদপুর পৌরসভা হলে ১৯৯২ সালে তিনি প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। পরে বিএনপিতে যোগ দিয়ে ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিরাজগঞ্জ-৭ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন স্বপন। এরপর বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিলে ১৯৯৮ সালে তিনি সংসদ সদস্য পদ হারান। এরপর তাকে তখনকার আওয়ামী লীগ সরকারের শিল্প উপমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন স্বপন। টানা ২৫ বছর তিনি সেই দায়িত্বে ছিলেন।

২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সিরাজগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন হাসিবুর রহমান স্বপন।

আপনার মন্তব্য

আলোচিত