আন্তর্জাতিক ডেস্ক

২৯ মার্চ, ২০২০ ০০:৩৬

কাতারে করোনাভাইরাসে প্রথম মৃত্যু বাংলাদেশির

কাতারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছে। আর মারা যাওয়া ব্যক্তি বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ বিষয়ে কাতারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কিউএনএ'র বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মারা যাওয়া বাংলাদেশির বয়স ৫৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন।

এদিকে শুক্রবার (২৮ মার্চ) দেশটিতে নতুন আরও ২৮ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। যার মাধ্যমে কাতারে এ রোগে আক্রান্তের সংখ্যা পাঁচশ ৯০ জনে দাঁড়িয়েছে।

অন্যদিকে সিঙ্গাপুরে আরও দুই বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মাধ্যমে দেশটিতে মোট ৭ বাংলাদেশি করোনায় আক্রান্ত হলেন।

আপনার মন্তব্য

আলোচিত