সিলেটটুডে ডেস্ক

২৯ মার্চ, ২০২০ ০০:৫৪

করোনাভাইরাস : সিঙ্গাপুরে আরও ২ বাংলাদেশি আক্রান্ত

সিঙ্গাপুরে আরও দুই বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এ নিয়ে সিঙ্গাপুরে সাত বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এদের মধ্যে চার জন সুস্থ হওয়ায় তাদেরকে চলতি মাসের প্রথম দিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আক্রান্ত দুই বাংলাদেশি সিঙ্গাপুরে ব্যবসা করেন। তারা দুজনই লং টার্ম পাসধারী। ২৬ মার্চ এদের এক জনের আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ২৮ বছরের ওই ব্যক্তি স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন। আক্রান্তের তালিকায় তার ক্রমিক ৭১০।

আক্রান্ত অপর বাংলাদেশির বয়স ৩৩। ২৭ মার্চ তার আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তিনিও স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন। তালিকায় তার ক্রমিক ৭১৮।

আপনার মন্তব্য

আলোচিত