নিজস্ব প্রতিবেদক

১৬ এপ্রিল, ২০২০ ১১:৩৭

সিলেটে আরও দুজনের করোনা শনাক্ত

সিলেটে নতুন করে আরও দুইজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের উপ-পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার পরীক্ষার পর তাদের শরীরে করোনা ধরা পড়ে। এদের মধ্যে একজনের বাড়ি গোয়াইনঘাট উপজেলা ও আরেকজনের বাড়ি জৈন্তাপুর উপজেলায়। আক্রান্ত দুজনই পুরুষ।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৮নং তোয়াকুল ইউনিয়নের বীর কুলিগ্রামের আক্রান্ত একজন ঢাকার মিরপুরে একটি রেস্টুরেন্টের বাবুর্চি ছিলেন। সেখান থেকে বাড়িতে আসলে তাকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। উপজেলা প্রশাসন এবং ডাক্তাররা গিয়ে তার নমুনা সংগ্রহ করেন।

অপর করোনা সংক্রমিত ব্যক্তি পার্শ্ববর্তী জৈন্তাপুর উপজেলার সরুফদ গ্রামের। তিনি পেশায় একজন ট্রাক চালক। ১২ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে এলাকায় আসার তিনিও হোম কোয়ারেন্টিনে ছিলেন।

করোনা সংক্রমিত দুজনকেই গোয়াইনঘাট ও জৈন্তাপুর থেকে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত