সিলেটটুডে ডেস্ক

২৭ ডিসেম্বর, ২০১৮ ২২:৪৬

জামায়াত প্রার্থী হবে জানলে ঐক্যফ্রন্টের দায়িত্ব নিতাম না: ড. কামাল

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক এবং গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, `জামায়াত নেতারা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবে জানলে ঐক্যফ্রন্টের দায়িত্ব নিতাম না।`

বুধবার (২৭ ডিসেম্বর) ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। সাক্ষাৎকারটি আজ বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে।

নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীর ২২ জন নেতার বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার বিষয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, ‘দুঃখের সঙ্গে আমাকে বলছে হচ্ছে জামায়াত নেতাদের মনোনয়ন দেওয়াটা বোকামি। আমি লিখিত দিয়েছি যে, জামায়াতকে কোনও সমর্থন দেওয়া এবং ধর্ম, মৌলবাদ, চরমপন্থাকে সামনে আনা যাবে না।’

ঐ সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘যদি জানতাম জামায়াত নেতারা বিএনপির প্রতীকে নির্বাচন করবেন, তাহলে আমি জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিতাম না। কিন্তু ভবিষ্যৎ সরকারে যদি জামায়াত নেতাদের কোনও ভূমিকা থাকে, তাহলে আমি তাদের সঙ্গে একদিনও থাকবো না।’

ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী হবেন কিনা এমন প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, ‘আমি, হ্যাঁ বা না কিছুই বলবো না। তবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনও পদ ও বেতন ছাড়াই আমি কাজ করতে আগ্রহী।’

আপনার মন্তব্য

আলোচিত