নিজস্ব প্রতিবেদক

১১ জুলাই, ২০২০ ২২:২৫

নিজের করোনা নিয়ে প্রচারিত প্রতিবেদনে বিব্রত মাশরফি

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা প্রায় তিন সপ্তাহ হয়ে গেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার স্ত্রী সুমনা হক এবং ছোট ভাই মোরসালিন মুর্তজাকেও ছাড়েনি এই ভাইরাস।

এর মাঝে তাদের নিয়ে প্রতিদিনই নানারকম খবর প্রকাশিত হচ্ছে। সেখানে দাবি করা হয়েছিল মাশরাফির করোনা নেগেটিভ। মাশরাফির ছোট ভাই মোরসালিন বিন মোর্ত্তজার উদ্ধৃতি দিয়ে এমন খবর প্রকাশে বিব্রত সাবেক এই অধিনায়ক।

এমন খবর প্রকাশের পর নিজেই ফেসবুক ভেরিফাইড পেইজে জানালেন বিস্তারিত। সিলেটটুডে২৪ডকমের পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:

“আসসালামুআলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।

পূর্বের ন্যায় আজকেও দেখলাম যে আমার করোনা টেস্ট নিয়ে অনেকে অনেক রিপোর্ট করেছেন। আপনাদের কাছে আমার বিনীত নিবেদন এই যে দয়া করে আপনারা এসব নিউজ বিশ্বাস করবেন না। আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আপনারা মন থেকে আমার জন্য দোয়া করেছেন। আপনাদের এই ভালোবাসা আমাকে দায়বদ্ধ করেছে যে আমার সঠিক সংবাদ আপনাদেরকে জানানো।

ইনশাআল্লাহ আগামীকাল আমিসহ আমার পরিবারের সবাই করোনা টেস্ট করাবো। রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদের এখানে জানিয়ে দিব।

আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।”

আপনার মন্তব্য

আলোচিত