নিজস্ব প্রতিবেদক

০১ সেপ্টেম্বর, ২০১৬ ২১:৩৭

ফেসবুক, টুইটার সহ ৬টি মিডিয়া আউটলেট উদ্বোধন বিএনপির

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার সহ ইন্টারনেটে ৬টি মিডিয়া আউটলেট চালু করেছে বিএনপি।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাজধানীর ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

টুইটারে একাউন্ট খোলার মধ‌্যদিয়ে সামাজিক যোগাযোগ মাধ‌্যমে এসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অনলাইন যোগাযোগ মাধ্যমগুলোর সমন্বয় করেন সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ। উপস্থাপন করেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

প্রথম টুইটে খালেদা জিয়া দেশবাসীর উদ্দেশে বাংলা ও ইংরেজিতে লিখেছেন- ‘প্রতিষ্ঠা দিবসের আহ্বান- আসুন আমরা স্বৈরশাসনকে পরাজিত করি, ঐক্যবদ্ধ হই, মুক্ত গণতান্ত্রিক সমাজ গড়ি’।

ওই অনুষ্ঠানে জাতীয়তাবাদী দল-বিএনপির নামে একটি আলাদা ওয়েবসাইট (www.bnpbangladesh.com), ফেইসবুক (bnp.communication), টুইটার (bnpbangladesh) ও ব্লগও (www.bangladeshivoices.blogspot.com) উদ্বোধন করেন খালেদা জিয়া।

বিএনপির নতুন ওয়েবসাইটে দলের সংবাদসহ সাংগঠনিক সব কার্যক্রমের খবর বিভিন্ন আলোকচিত্র সন্নিবেশিত। প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানের মধ‌্যে এই সাইটগুলো উদ্বোধন হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ জ্যেষ্ঠ নেতারা এসময় উপস্থিত ছিলেন।

এর আগে সকালে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান খালেদা।

৬টি মিডিয়া আউটলেটগুলো হচ্ছে-

  • ওয়েবসাইট (বাংলা ও ইংরেজি) bnpbangladesh.com
  • বিএনপি’র ফেসবুক পেইজ facebook.com/bnp.communication
  • বিএনপি’র টুইটার হ্যান্ডল twitter.com/bnpbangladesh
  • বিএনপি’র ইউটিউব চ্যানেল youtube.com/channel/UCEH_Pb28eB-PVCM8pt3CZGA
  • অপিনিয়ন ব্লগ - bangladeshivoices.blogspot.com
  • চেয়ারপারসনের টুইটার একাউন্ট - twitter.com/BegumZiaBD

আপনার মন্তব্য

আলোচিত