সোশ্যাল মিডিয়া ডেস্ক

০২ সেপ্টেম্বর, ২০১৬ ১০:৪৭

আর ছয় মাস বাঁচবেন সৈয়দ শামসুল হক, লিখবেন শেষ নাটক!

বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক আর নাকি মাত্র ছয় মাস বেঁচে থাকবেন। যুক্তরাজ্যের ডাক্তাররা এরকম সময়ই বেঁধে দিয়েছেন বলে জানিয়েছেন নাট্য ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। নিজের ফেসবুক পাতায় এই খবর জানিয়ে বাচ্চু লিখেছেন, "-মাত্র ছ'মাস কবির জীবন। জীবনের এ অন্তিম কাল কবি কাটাতে চান নিজ বাসভূমে। জল কাদায় নিমগ্ন বাংলাদেশে।"

এই সময়ের মধ্যে 'শেষ যোদ্ধা' নামের একটি নাটক লেখার কথাও জানিয়েছেন লেখক।  

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) লন্ডন থেকে দেশের পথে রওনা হন তিনি। শুক্রবারই তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

নাসির উদ্দিন ইউসুফ লিখেছেন:

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক লন্ডন এসেছিলেন ফুসফুসে কর্কট রোগের চিকিৎসার জন্য। প্রায় তিন মাস অসফল চিকিৎসার পর ফিরে যাচ্ছেন প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। ডাক্তার দের মন খারাপ করা ঘোষণা---মাত্র ছ'মাস কবির জীবন। জীবনের এ অন্তিম কাল কবি কাটাতে চান নিজ বাসভূমে। জল কাদায় নিমগ্ন বাংলাদেশে। বন্ধু - স্বজন সান্নিধ্যে। বাংলা শিল্প সাহিত্য সাংস্কৃতিক ইতিহাসের প্রধানতম এ কবি নাট্যকার বিজয়ীর মত ফিরে গেলেন মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে ।

চোখে অশ্রু,মুখে নুতন নাটক লেখার প্রত্যয় নিয়ে ধীরে অপেক্ষমাণ বিমানে আরোহণ লক্ষ্যে অদৃশ্য হলেন প্রিয় হক ভাই।। পেছনে আমরা মন খারাপ করে হিথ্রো বিমানবন্দরে পড়ে থাকলাম । কানে তখনো বাজছে তাঁর শেষ কথা "নূতন নাটক লিখছি নাম -শেষ যোদ্ধা "। গাড়িতে ফেরার পথে মুঠো ফোনে হক ভাইয়ের বার্তা - "তোমার সাথে নাটক করবো শেষ যোদ্ধা "। বাচ্চু তাড়াতাড়ি ফিরে এস ।

আপনার মন্তব্য

আলোচিত