সোশ্যাল মিডিয়া ডেস্ক

০২ সেপ্টেম্বর, ২০১৬ ১১:২১

রাস্তা দিয়ে যাওয়ার সময় দু’পক্ষের সংঘর্ষ থামালেন সাংসদ কেয়া চৌধুরী

হবিগঞ্জের বাহুবল উপজেলার মুখকান্দি গ্রামের রাস্তা ধরে একটি অনুষ্ঠানে যাওয়ার সময় ধারালো অস্ত্র নিয়ে ওই গ্রামের দুই গোষ্ঠীর মধ্যকার সংঘর্ষ থামিয়েছেন হবিগঞ্জের সংরক্ষিত আসনের নারী সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।


এই সংঘাত নিরসন করে দুপক্ষকে সমঝোতায় বসিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কেয়া চৌধুরী নিজেই এই সংঘাত থামানোর ছবি পোস্ট করার পর তা ভাইরাল হয়ে পড়েছে। ফেসবুকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সাংসদের এই কাজের প্রশংসা করে পোস্টটি শেয়ার করছেন।


সাংসদ কেয়া চৌধুরী লিখেছেন: 


আমি বিকালে মানিক্যা গ্রামে একটা অনুষ্ঠানে যাচ্ছিলাম।
পথে হঠাৎ দেখি, মুখকান্দি গ্রামের দু'পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া। সকলের হাতে ছিল দেশিয় অস্ত্র।
গ্রামের দুইগোষ্টির প্রভাব নিয়ে সংঘর্ষের জের ধরে এ আক্রমণ। আমি নেমে পড়লাম। সকলকে শান্ত করার চেষ্টা করলাম। ধারালো অস্ত্র গুলো তাদের হাত থেকে কেড়ে নিলাম। এভাবেই পরিস্থিতি সামাল দিলাম।
আল্লাহতালার প্রতি কৃতজ্ঞতা, তিনি বাহুবল উপজেলাবাসীকে খারাপ কিছু থেকে রক্ষা করেছেন বলে।

 

আপনার মন্তব্য

আলোচিত