সোশ্যাল মিডিয়া ডেস্ক

১৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:৪২

‘এমন অসভ্যদের বাংলাদেশ না’

মঙ্গলবার দেশজুড়ে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। এই উৎসবের অন্যতম অনুসঙ্গ পশু কোরবানি। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানি দিয়েছেন ইসলাম ধর্মাবলম্বীরা। কেউ কেউ আবার কোরবানির রক্তাক্ত ছবি ফেসবুকে পোস্ট করেছেন।

এর মধ্যে কোরবানির পশুকে নিয়ে বিকৃত উল্লাসের কিছু ছবি ভাইরাল হয়ে গেছে ফেসবুকে। আর বিকৃতি, পাশবিকতার অভিযোগে এসবের সমালোচনা করছেন ফেসবুক ব্যবহারকারীরা। ভাইরাল হওয়া এক ছবিতে দেখা যায়, কোরবানি দেওয়া পশুর উপর বসে আছেন এক তরুণ। আরেকটি ছবিতে দেখা গেছে জবাইকৃত পশুর উপর বসে পড়েছেন কয়েকজন কিশোরী। আবার পশু কোরবানির ছবি ফেসবুকে দিয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যও করেছেন কেউ কেউ।

কোরবানির পশুকে নিয়ে এসব বিকৃত উল্লাসের ছবি ফেসবুকে শেয়ার করে একজন লিখেছেন,  'ছবিতে যেমন নৃশংসতা প্রকাশ পেয়েছে, তেমনি প্রকাশ পেয়েছে ওইসব তরুণ-তরুণীর ইমম্যাচিওরিটি। আদতে তারা সেভাবে ম্যাচিওরডও নন। এ ক্ষেত্রে ওইসব তরুণ-তরুণীদের এসব কার্যকলাপ থেকে বিরত হবার শিক্ষাটা দিতে হবে পরিবার থেকে।'

আরেকজন সোশ্যাল মিডিয়া ইন্সটাগ্রামে লিখেছেন, 'এখানে ভাল-মন্দের একটা বিষয় রয়েছে, বোঝাতে হবে কোনটা ভালো আর কোনটা মন্দ। বোঝাতে হবে ধর্মীয় ভাবগাম্ভীর্যের বিষয়টা। এ ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় এলে দায়িত্বটা পড়ে যায় অনলাইন অ্যাকটিভিস্টদের ওপর।'

সাম্প্রদায়িক উস্কানিমূলক একটি ছবি শেয়ার করে সাংবাদিক ফজলুল বারী ফেসবুকে লিখেছেন, 'এই অসভ্যদের বাংলাদেশ না'।

আপনার মন্তব্য

আলোচিত