শওগাত আলী সাগর

২০ সেপ্টেম্বর, ২০১৬ ০১:১৫

তারা কানাডায় এত টাকা নিয়ে এলেন কীভাবে?

টরন্টোতে এখন অনেক নতুন মুখ,সেই সাথে টরন্টোর বাতাসে ভাসছে নানা গুঞ্জন।এই গুঞ্জনগুলোর সবকটিই চমকে উঠার মতো।

মিসিসাওগার বিখ্যাত ‘স্কয়ার ওয়ান মার্কেট’টিই একজন বাঙালি কিনে নিতে চাচ্ছেন, বেশ চড়া মূল্যেই তিনি কিনতে চান মার্কেটটি। আরেকজন কিনতে চান- এগলিনটন স্কয়ার মল। দুজনেই যে প্রস্তাব দিয়েছেন- তাও চমকে ওঠার মতোই।

‘জেরার্ড মার্কেট প্লাজাটি’ ইতিমধ্যে একজন বাঙালি কিন নিয়েছেন বলে শোনা যাচ্ছে। ডেনফোর্থে একটি কলেজ ভবনও কিনেছেন একজন বাঙালি অভিবাসী।

এগুলো নিয়ে নানা জায়গায় আলোচনা হচ্ছে । এই ভবনগুলোর আগ্রহী ক্রেতাদের প্রায় সবাই নতুন অভিবাসী, বাংলাদেশের ব্যবসায়ী।

বাঙালিরা কানাডার বড় বড় ভবনের মালিক হবেন সেটিতো গর্বের কথা, এ নিয়ে ফিসফাস, গুঞ্জনের কি আছে?

গুঞ্জন হচ্ছে, বাংলাদেশ থেকে আসা টাকায় এইগুলো কিনতে চাচ্ছেন সম্ভাব্য ক্রেতারা। বাংলাদেশ থেকে তারা মিলিয়ন মিলিয়ন ডলারের সমমূল্যের টাকা কানাডায় নিয়ে এলেন কীভাবে?

  • শওগাত আলী সাগর : কানাডা প্রবাসী সাংবাদিক।

আপনার মন্তব্য

আলোচিত