সোশ্যাল মিডিয়া ডেস্ক

২৮ অক্টোবর, ২০১৬ ১৪:০২

পদ চাইনি, সক্রিয় নই রাজনীতিতে: সোহেল তাজ

আওয়ামী লীগের ২০তম কাউন্সিলের আগে জাতীয় নেতা তাজউদ্দীন আহমেদের একমাত্র ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ দেশে ফিরে গাজীপুরের কাউন্সিলর হিসেবে যোগ দিতে দেখে তিনি কোন গুরুপূর্ণ পদ পাচ্ছেন বলেই কানাঘুষা চলছিল। তবে শেষ পর্যন্ত এসব কানাঘুষা গুজবই হয়ে রইল। কোন পদে  দেখা যায়নি তাকে।

এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে সোহেল তাজ নিজেই খোলাসা করেছেন পুরো বিষয়। জানিয়েছেন কোন পদ তিনি চাননি, নিজস্ব ইচ্ছাতেই রাজনীতিতে সক্রিয়ও নন।


ফেসবুকে তিনি লিখেছেন,

‘আপনাদের মন্তব্য এবং গণমাধ্যমের কিছু সংবাদ দেখে আমার কাছে মনে হয়েছে, অনেকের ধারণা সদ্য অনুষ্ঠিত আওয়ামী লীগ কাউন্সিলে আমাকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হবে। এই বিষয়ে অনেক বিভ্রান্তিকর খবরও প্রকাশিত হয়েছে এবং এও প্রচারিত হয়েছে যে, আমি দেশে ফিরেছি কাউন্সিলের কারণে। আমি স্পষ্টভাবে বলতে চাই, এসব ধারণা সঠিক নয়। আমি কোনো পদ কারো কাছে চাইনি এবং আশাও করিনি, কারণ বর্তমানে আমি রাজনীতিতে সক্রিয় নই’।

 

 

আপনার মন্তব্য

আলোচিত