ব্যারিস্টার তুরিন আফরোজ

০৫ নভেম্বর, ২০১৬ ০৫:১০

তারা সংবিধানের মূল স্তম্ভকে আঘাত করতে দ্বিধা করেন না

মুক্তিযোদ্ধারা যে কয়টি চেতনা নিয়ে দেশ স্বাধীন করেছিলেন তার মধ্যে একটি ছিল “অসাম্প্রদায়িক বাংলাদেশ” এর গড়ার চেতনা। স্বাধীন বাংলাদেশের সংবিধানের মূল স্তম্ভগুলোর একটি হচ্ছে “ধর্ম নিরপেক্ষতা”।

এই অসাম্প্রদায়িক ও ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ গড়ার স্বপ্ন কি আমাদের অধরা থেকে যাবে? সাম্প্রদায়িক বিষ বাষ্প দ্বারা মগজ পরিপূর্ণ দু চার জন লোক কি বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত সোনার বাংলা অর্জনে বাধা হয়ে দাড়াতে পারে?

কখনই না ...ছায়েদুল হকের মত সাম্প্রদায়িক ব্যক্তি যিনি কিনা সংবিধানের উপর হাত রেখে মন্ত্রী হয়ে সংবিধানের মূল স্তম্ভকে আঘাত করতে দ্বিধা করেন না, মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত করতে বিন্দু মাত্র কার্পণ্য বোধ করেন না তাদের দিয়ে সমাজে সাম্প্রদায়িকতার বীজ বপন যায় বটে কিন্তু বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত সোনার বাংলা অর্জন করা যায় না!

[ফেসবুক থেকে]

  • ব্যারিস্টার তুরিন আফরোজ : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের জন্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রসিকিউটর।

আপনার মন্তব্য

আলোচিত