ইমতিয়াজ মাহমুদ

১৫ নভেম্বর, ২০১৬ ১৩:১৫

ত্রাণ ফিরিয়ে দেওয়ার যে কি অর্থ সে তোমরা বুঝবে না!

সাঁওতালরা রিলিফের কম্বল চাল ডাল তেল নুন ফিরিয়ে দিয়েছে। দেখো, ছেলেমেয়েরা দেখো। বাঙালী ঘরের নাদুস নুদুস ননী মাখন খাওয়া ছেলেমেয়েরা, দেখো। আত্মমর্যাদা কাকে বলে দেখো। এরা হচ্ছে মানুষ। মেরুদণ্ড বলতে যে মানুষের একটা জিনিস থাকে, সেই জিনিসটা এদের আছে হে। শিখ, ওদের কাছ থেকে শিখে নাও।

ত্রাণ ফিরিয়ে দেওয়ার যে কি অর্থ সে তোমরা বুঝবে না।

সপ্তাহ হয়ে গেল ওরা খোলা আকাশের নিচে। উত্তরে এখন হিম পড়েছে। টেলিভিশনে নিউজপেপারে দেখছি- এই কদিন ওদের ঠিকমত খাবার মিলেনাই। শিশুদেরকে খাবার দিতে পারে নাই। এইরকম কষ্টের মধ্যে আছে- ডিসি এসেছে কম্বল চাল ডাল তেল নুন নিয়ে।

ওরা ডিসিকে ফিরিয়ে দিয়েছে- বাপ দাদার ভিটে কেড়ে নিয়েছ, ভিটে ফেরত দাও, তোমাদের ঐ রিলিফ আমরা চাই না।

আহ, এই জিনিসটা যদি আমাদের থাকতো গো!
[ফেসবুক থেকে]

  • ইমতিয়াজ মাহমুদ : আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

আপনার মন্তব্য

আলোচিত