ফজলুল বারী

১৭ মার্চ, ২০১৭ ১৮:৪০

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন, কবে যুদ্ধাপরাধী নিজামীর স্ত্রী লন্ডন গেলেন?

বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিদের উদ্দেশে একটা প্রশ্ন রাখছি। তারা কি দেশের মানুষকে জানাবেন যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর স্ত্রী শামসুন্নাহার নিজামী কবে দেশ ছেড়ে লন্ডনে পাড়ি জমিয়েছিলেন?

এ সম্পর্কিত কোন তথ্য কী তাদের কাছে আছে?

যাক, আমি এখানে নতুন একটি তথ্য দেই। যুদ্ধাপরাধী নিজামীর স্ত্রী শামসুন্নাহার নিজামী বৃহস্পতিবার ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ের জন্যে আবেদন করেছেন।

এই আবেদন জমা দিতে বৃহস্পতিবার তিনি তার বেয়াই ইস্ট লন্ডন মসজিদের ইমাম শায়েখ আব্দুল কাইয়ুম এবং জামাতা লন্ডনের ওয়াটার স্টোন সলিসিটির্স এর পার্টনার প্রিন্সিপাল ব্যারিস্টার নজরুল ইসলামকে নিয়ে ব্রিটিশ হোম অফিসে যান। সেখানে তার বাংলাদেশি পাসপোর্ট তিনি ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন। তারা তার পাসপোর্ট রেখে এর একটি ফটোকপি তাকে দিয়েছে।

আবেদন জমা দেবার পর হোম অফিসে তার একটি প্রাথমিক ইন্টারভ্যু হয়। আবেদন নিয়ে বিস্তারিত ইন্টারভ্যু-শুনানি পরে হবে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ব্রিটেনের জনগণ ও প্রবাসী বাঙালিদের বড় একটি ভূমিকা ছিল। কিন্তু সেই বিলাতে এখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ-স্বাধীনতা বিরোধীদের বড় একটি ঘাঁটি। সেই ঘাঁটির শক্তিশালী নতুন সদস্যটি হয়ে গেলেন যুদ্ধাপরাধী নিজামীর স্ত্রী শামসুন্নাহার  নিজামী!

অতএব সবাই সাবধান!!

  • ফজলুল বারী: প্রবাসী সাংবাদিক।

আপনার মন্তব্য

আলোচিত