সিলেটটুডে ডেস্ক

১৮ মে, ২০১৬ ২৩:১৩

বাঘা ইউনিয়ন ডেভলপমেন্ট এসোসিয়েশন ইউকের কার্যকরী কমিটি গঠিত

যুক্তরাজ্যে বসবাসরত বাঘা ইউনিয়নের প্রবাসীদের নিয়ে গঠিত বাঘা ইউনিয়ন ডেভলপমেন্ট এসোসিয়েশন ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা ও ২০১৬-১৭ সালের কার্যকরী কমিটি গঠন উপলক্ষে গত সোমবার (১৬ মে) পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে এক সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহবায়ক সাবেক ইউপি সদস্য কাদির হোসেন বাবুলের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা কামাল আহমেদ ও ফখরুল ইসলামের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আব্দুল মুকিত চুনু এমবিই। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পিকার রাজীব আহমদ।

সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, কমিউনিটি ব্যক্তিত্ব আজমল হোসেন, যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা মোঃ শওকত আলী, আব্দুল বারী নাছির, হাফিজ বাহা উদ্দিন, সাবেক সিনিয়র সহ সভাপতি এনাম উদ্দিন, সাবেক উপদেষ্টা আব্দুল মুকিত, সাবেক সাধারণ সম্পাদক জামান মিয়া, কোষাধ্যক্ষ আবুল ফয়েজ, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসের অন্যতম উপদেষ্টা দেলোয়ার হোসেন লেবু, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসের উপদেষ্টা ও দত্তরাইল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি রুহুল আমিন রুহেল, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসের প্রতিষ্ঠাতা সভাপতি সায়েদ আহমদ সাদ, ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার সাবেক কোষাধ্যক্ষ ও গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডসের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল বাছির, ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস জুনেদ, গোলাপগঞ্জ হেলপিং হেন্ডসের প্রতিষ্ঠাতা সদস্য মারুফ আহমদ, সাবেক ছাত্র নেতা আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসের যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, ক্রীড়া সম্পাদক তমিজুর রহমান রনজু, সদস্য আব্দুল লতিফ, সাবেক ছাত্র নেতা জিএম অপু শাহরিয়া, ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজের সাবেক ভিপি তওফিক আহমদ টিঠু, কমিউনিটি ব্যক্তিত্ব মিঞা মোহাম্মদ ছানু, আহবাব মিয়া, হাম্মাদ আল হাদী, আব্দুন নূর, আব্দুল মুকিত, নিজাম উদ্দিন, দুলাল আহমদ প্রমুখ।

সভায় বিগত কমিটির কার্যক্রম উপস্থাপন করেন সাবেক কমিটির যুগ্ম সম্পাদক মিছবাহ মাছুম। বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সহ সভাপতি লুৎফুর রহমান, ছালিকুর রহমান, ইমরান হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক ওয়ালীদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমদ ফয়ছল, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক দুলাল আহমদ, নির্বাহী সদস্য সালেহ আহমদ, বেলাল উদ্দিন, সাইফুল ইসলাম, আব্দুল মুকিত, কামাল উদ্দিন, শাহীন আহমেদ, আছাদুর রহমান, আব্দুল মুহিত, ফরিদ আহমেদ, জাহাঙ্গীর হোসেন, সুলতান আহমেদ, মোকাম্মেল হোসেন রেশাদ, রাজু মিয়া, ইয়াসীন বারী, ফখর উদ্দীন, মুহিবুর রহমান, আব্দুল আহাদ, শামীম আহমেদ, আব্দুল কাদির, নাজমুল ইসলাম, সাজু মিয়া প্রমুখ।

সভায় বক্তারা বাঘা ইউনিয়ন ডেভলপমেন্ট এসোসিয়েশন ইউকের ভূয়সী প্রশংসা করে বলেন, গোলাপগঞ্জ উপজেলার অন্তর্গত বাঘা ইউনিয়নবাসীদের এই প্রিয় সংগঠনটিকে আমাদের অনুকরণ করা উচিত। শিক্ষা ক্ষেত্রে অবদানের কথা উল্লেখ করে বক্তাগন বলেন, ভৌগোলিক কারণে গোলাপগঞ্জ উপজেলার মধ্যে পিছিয়ে পড়া অঞ্চল বাঘা আজ গোলাপগঞ্জ উপজেলার অন্যান্য ইউনিয়নের তুলনায় অনেক এগিয়ে গেছে। আর এর পিছনে সবচেয়ে বেশি অবদান বাঘা ইউনিয়ন ডেভলপমেন্ট এসোসিয়েশন ইউকের। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আজমল হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তরা বলেন , উনার মতো অভিজ্ঞ ব্যক্তি যখন কোন সংগঠনের হাল ধরেন তখন এটা কখনো বিফল হতে পারে না। বক্তারা আরো বলেন এটি একমাত্র সংগঠন যা একটি এলাকা ভিত্তিক হয়েও উপজেলার অন্যান্য ইউনিয়নের গরীব মানুষকে অনুদান প্রদান করেছে।

উপস্থিত অতিথিবৃন্দ সংগঠনের সদস্যদের ধন্যবাদ জানিয়ে ও সংগঠনের কার্যক্রমের প্রতি একাত্মতা প্রকাশ করেছে ভবিষ্যতে সংগঠনের অনারারি সদস্য হওয়ার আশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের ২য় পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আজমল হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মাননীয় স্পিকার আব্দুল মুকিত চুনু এমবিই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠাতা সভাপতি আজমল হোসেন কে প্রধান উপদেষ্টা করে ৯ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ ঘোষনা করেন। বিশেষ অতিথি ডেপুটি স্পিকার রাজীব আহমদ উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সর্বসম্মতি ক্রমে কাদির হোসেন বাবুলকে সভাপতি, জামান মিয়াকে সাধারণ সম্পাদক আবুল ফয়েজকে কোষাধ্যক্ষ করেকরে ২০১৬-১৭ সালের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করেন। অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত