এনায়েত হোসেন সোহেল

২০ মার্চ, ২০১৮ ২৩:২৭

বাগিরঘাট ট্রাস্ট ফ্রান্সের পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত

ফ্রান্সে বাগিরঘাট ট্রাষ্টের কার্যনির্বাহী পর্ষদের পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মার্চ) বিকেলে প্যারিসের শুকরিয়া রেস্তোরায় এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এ সময় গোলাপগঞ্জ উপজেলাসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি আলতাফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মুহিব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদ ফ্রান্সের সভাপতি লিয়াকত আলী, ফেনী সমিতি ফ্রান্সের সভাপতি ইলিয়াস কাজল, জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের সহ সভাপতি খসরুজ্জামান জালালাবাদী, গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদ ফ্রান্সের সহ সভাপতি সেলিম উদ্দিন, গীতিকার ফরিদুজ্জামান, সিলেট সমাজকল্যাণ পরিষদ ফ্রান্সের সহ সভাপতি শামসুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্সের সাধারণ সম্পাদক শিবলু মিয়া, উলামা পরিষদ ফ্রান্সের সহ সাধারণ সম্পাদক জমির হোসেন, গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদ  ফ্রান্সের উপদেষ্টা মুজিবুর রহমান মাষ্টার প্রমুখ।

সংগঠনের ধর্ম সম্পাদক মৌলানা নাহিদ আহমদের পবিত্র কোরান থেকে তেলোয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আব্দুর রহমান আহসান, সহ সভাপতি বিলাল আহমদ, অর্থ সম্পাদক মো করিম উদ্দিনসহ অর্থ সম্পাদক মাসুম খান।

এ সময় বক্তারা বলেন- সিলেট জেলার গোলাপগঞ্জের একটি ঐতিহ্যবাহী এলাকা বাগিরঘাট। শিক্ষা সংস্কৃতি ও অর্থ প্রাচুর্যে বিকশিত এই এলাকার মানুষ দেশে ও প্রবাসে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে আসছে। বাগিরঘাট ট্রাস্ট ফ্রান্স এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে মানুষের সেবায় নিয়োজিত থাকবে।

অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাহান আহমদ, কবির উদ্দিন, আব্দুল করিম টিপু, রফু মিয়া, ওলিউর রহমান, মোহাম্মদ আলী, শাহজাহান মোহাম্মদ ও দেলোয়ার হোসেন প্রমুখ।

পরে নবগঠিত বাগিরঘাট ট্রাস্ট ফ্রান্সের সকল কর্মকর্তাকে পরিচয় করিয়ে দেয়া হয়। নব গঠিত ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পর্ষদের নেতৃবৃন্দরা হলেন, সভাপতি মো আলতাফুর রহমান, সহ সভাপতি কবির আহমদ আনসারী, আব্দুর রাজ্জাক জাকির, মো বিলাল উদ্দিন, শাহজাহান আহমদ, কবির উদ্দিন, সাধারণ সম্পাদক মো মুহিব উদ্দিন মাষ্টার, সহ সাধারণ সম্পাদক আব্দুল করিম টিপু, ওলিউর রহমান, সাংগঠনিক সম্পাদক রফু মিয়া ,জুনেদ আহমদ, হাবিবুর রহমান,মো শাহজাহান, মো আলী ,অর্থ সম্পাদক মো করিম উদ্দিন, সহ অর্থ সম্পাদক মাসুম খান, ধর্ম ও সমাজসেবা সম্পাদক মৌলানা নাহিদ আহমদসহ ধর্ম ও সমাজ সেবা সম্পাদক ফজল আহমদ, প্রচার সম্পাদক দেলোয়ার আহমদ।

উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দরা হলেন আব্দুর রহমান আহসান, মিজানুর রহমান খোকন ও শামীম আহমদ।

আপনার মন্তব্য

আলোচিত