ফ্রান্স প্রতিনিধি

১৭ মে, ২০১৮ ০১:২৯

সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে জেনেভায় মানববন্ধন-সমাবেশ

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে জেনেবা ইউনাইটেড ন্যাশনের সামনে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ মে) সুইজারল্যান্ডে জাতিসংঘ দপ্তরে হিউম্যান রাইটস কাউন্সিল চলাকালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ইউরোপিয়ন শাখার আয়োজনে এবং ফ্রান্স ও সুইজারল্যান্ড ঐক্য পরিষদ ও মাইনোরিটি কাউন্সিলর সুজারল্যান্ড শাখার সহযোগিতায় দিনব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় পুরো ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত সংখ্যালঘু সম্প্রদায়ের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়সহ আদিবাসী, উপজাতিদের নির্বিচারে হত্যা, ধর্ষণ, নির্যাতন, মিথ্যা মামলায় হয়রানি, বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান জোর দখল, চাঁদাবাজি, অপহরণ, জোরপূর্বক ধর্মান্তরিত, মন্দির, উপশনালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ, ফেইসবুক ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাইক ব্যবহার করে ধর্ম অবমাননার নামে উত্তেজনা সৃষ্টি করে সংখ্যালঘুর উপর আক্রমণ, লুটপাট ও দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদে এই মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত ঐক্য পরিষদের নেতা কর্মীরা প্লে কার্ড ও ব্যানার নিয়ে শ্লোগান, প্রতিবাদী কবিতা আবৃত্তি ও গণ সংগীতের মাধ্যমে এ কর্মসূচি পালন করে।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অমরেন্দ্র রায়, অরুণ জ্যোতি বড়ুয়া, বিভা রানী বিশ্বাস, দীপঙ্কর রায় করুণা, পরিমল দাস বিমল, বন্যা রায়, প্রকাশ কুমার বিশ্বাস কিশোর, গীতন চৌধুরী, সৃজয় বড়ুয়া, সঞ্জয় বড়ুয়া, অলকা বড়ুয়া, শ্যামল কান্তি দাস, সৌমেত্র ভট্টাচার্য, শিল্পী দাস, প্রাণতোষ বিশ্বাস, পলাশ গাংগুলি, নয়ন সোপ, বাবলু দেব, মিনা গোমেজ প্রমুখ।

পরে নেতৃবৃন্দ বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি জাতিসংঘের মহাসচিব ও হিউম্যান রাইটস কমিশনার বরাবর প্রদান করেন।

আপনার মন্তব্য

আলোচিত