সিলেটটুডে ডেস্ক

০৫ আগস্ট, ২০১৮ ১৪:৪৩

নিরাপদ সড়কের আন্দোলনে সংহতি প্রকাশ করে স্পেনে মানববন্ধন

নিরাপদ সড়কের দাবিতে বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে মানববন্ধন ও সভা করেছে ‘কুমিল্লা সমিতি ইন স্পেন’।

শনিবার (৪ আগস্ট) স্থানীয় সময় রাত ১০টায় মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের হল রুমে আয়োজিত সভায় অংশগ্রহণ করেন প্রবাসী রাজনৈতিক, সামাজিক নেতাকর্মী ও সংবাদকর্মী।

‘কুমিল্লা সমিতি ইন স্পেন’ এর সভাপতি আনিসুর রহমান রুবেলের সভাপতিত্বে ও  অর্থ সম্পাদক আবুল হাসেম মেম্বারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক আন্দোলন উল্লেখ করেন এবং তাদের নয় দফা দাবি মেনে নেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানান।

পাশাপাশি আন্দোলনে অংশগ্রহণকারী শিশু কিশোরদের উপর হামলারও নিন্দা জানান বক্তারা। এ সময় তারা স্লোগান দেন- ‘নিরাপদ সড়ক চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘গো এহেড স্টুডেন্টস', 'উই আর উইথ ইউ’।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রাক্তন সহসভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, বাংলা স্কুলের সভাপতি মোহাম্মদ বেলাল, নারায়ণগঞ্জ জেলা সমিতির সভাপতি সোহেল ভূঁইয়া, মোহাম্মদ মোরশেদ, ভালিয়েন্তে বাংলার সভাপতি ফজলে এলাহী, হারুন উর রশিদ, আহমেদ শফি, রমিজ উদ্দিন, রফিক মিয়া, মাহবুবুল আলম শিপন, আবু জাফর রাসেল, সাইফুল আলম মাসুম, মোহাম্মদ ইউসুফ, কাজী আবুল বাশার, আবু তাহের, কবির আল মাহমুদ, নাহিদ আনোয়ারুল প্রমুখ।

সংহতি প্রকাশ সভায় সমস্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। সভা শেষে স্থানীয় আভে মারিয়া ই খেসুস সড়কে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রবাসীরা। এ সময় তাদের হাতে ছিল শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশে নানা স্লোগান লেখা পোস্টার।

আপনার মন্তব্য

আলোচিত