জুয়েল রাজ

০৯ আগস্ট, ২০১৮ ২১:৫৩

পূর্ব লন্ডনে বেগম ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী পালন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে  যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। লন্ডন সময় বাদ মাগরিব অনুষ্ঠিত এ দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম।

দোয়া মাহফিল পূর্ববর্তী এক সংক্ষিপ্ত বক্তব্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নইমুদ্দিন রিয়াজ বলেন, বাংলাদেশের ইতিহাসে, স্বাধীনতা সংগ্রামে, প্রতিকূল সময়ে শেখ মুজিবের পাশে থেকে, সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রেখেছেন। সময়ের প্রয়োজনে ইতিহাসের প্রয়োজনে তাঁর সেই অবদান  দেশ ও জাতির সামনে তুলে ধরতে হবে। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তিনি অসীম ধৈর্য, সাহস ও বিচক্ষণতার সাথে পরিস্থিতি মোকাবিলা করেছেন। আমাদের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

মিলাদ মাহফিল ১৯৭৫ সালের ১৫ আগস্টে শহীদ হওয়া বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল সদস্যের আত্মার মাগফেরাত কামনা করেন।

মিলাদ মাহফিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,  সহ সভাপতি হরমুজ আলী,লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি নুরুল হক লালা মিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক  সম্পাদক ও ব্রিকলেন জামে মসজিদের সভাপতি আলহাজ্ব সাজ্জাদ মিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল  আহাদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুক ইবনে আনিস, প্রবাস বিষয়ক সম্পাদক আনসারুল হক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ আবুল কাশেম, প্রবীণ আওয়ামী লীগ নেতা আবুল লেইস মিয়া, ফয়জুল ইসলাম লস্কর, লন্ডন  মহানগর সাধারণ সম্পাদক, আলতাফুর রহমান মুজাহিদ, আফসার খান সাদেক, সায়েদ মিয়া, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল আহমেদ খান, যুগ্ম সম্পাদক জুবায়ের আহমেদ, সৈয়দ এহসান, ধর্ম সম্পাদক ছুরুক মিয়া, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সায়েদ আহমেদ সাদ। সুজাত মনসুর, আংগুর মিয়া, ছালিক মিয়া, সহ অসংখ্য নেতা কর্মী ও অসংখ্য মুসিল্লী।

উল্লেখ্য ১৯৩০ সালের ৭ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে জাতির পিতা হত্যাকারীদের নিষ্ঠুর, বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে তিনিও শাহাদাত বরণ করেন।

আপনার মন্তব্য

আলোচিত