সিলেটটুডে ডেস্ক

৩০ আগস্ট, ২০১৮ ১৬:০০

নিউ ইয়র্কে ‘ব্যাক টু স্কুল সামার বারবিকিউ’

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের অন্যতম সংগঠন স্টার্লিং-বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে 'ব্যাক টু স্কুল সামার বারবিকিউ'।

মঙ্গলবার (২৮ আগস্ট) বিকেলে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ব্রঙ্কসের স্টার্লিং বাংলাবাজার এলাকার এশিয়ান মাল্টি সার্ভিসের সামনে এ বারবিকিউ পার্টি অনুষ্ঠিত হয়।

স্টার্লিং-বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্ক সিটি কাউন্সিল মেম্বার রুবিন ডিয়াজ।

উৎসব আমেজের এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ৪৩ পুলিশ প্রিসেনক্টের ডেপুটি ইন্সপেক্টর বেঞ্জামিন গার্লি, ৪৩ পুলিশ প্রিসেনক্টের কমিউনিটি এফেয়ার্স ইউনিট প্রধান এরিক হারনান্ডেজ, ক্যাপ্টেন জুন জেন, আয়োজক কমিটির কর্মকর্তা সাইদুর রহমান লিংকন, ইমরান শাহ রন, মো. মোতাসিন বিল্লাহ তুষার, মো. খলিলুর রহমান, মাসুদ রানা প্রমুখ।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও কার্যকরী সদস্য শাহানারা রহমান, আমেরিকান-বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সভাপতি আব্দুস শহীদ, ইউএসএনিউজঅনলাইনডটকম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, প্রবাসডটকম’র সম্পাদক শামীম আহমেদ, বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া, সহসভাপতি মো. এমদাদ, সিপিএ আহাদ আলী, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী সালেহ উদ্দিন সাল, প্রতিদিন ফ্যাশানের কর্ণধার ইসলাম বেলাল, আল আকসার জেনারেল ম্যানেজার মো. আলী হায়দার, খলিল বিরিয়ানি হাউজের জেনারেল ম্যানেজার মো. খান, ব্যবসায়ী কানাই শীল, মুক্তিযোদ্ধা মনসুর আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট খবির উদ্দিন ভূইয়া, শাহ রাহিম শ্যামল, পল্লব সরকার, আবদুর রহমানসহ ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দ এ বারবিকিউ পার্টিতে যোগ দেন। মজাদার বারবিকিউ উপভোগ করেন অনুষ্ঠানে আগত সবাই। ফাল্গুনী ফুড ক্যাটারিংয়ের কর্ণধার মাসুদ সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বারবিকিউ পরিবেশন করেন।

কাউন্সিল মেম্বার রুবিন ডিয়াজসহ অন্যান্য অতিথিরা স্টার্লিং-বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশি কমিউনিটি ব্যবসা-বানিজ্যে এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে।

সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন অতিথিসহ আয়োজক কমিটির সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। সংগঠনকে এগিয়ে নিতে ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

বক্তারা বলেন, নিউইয়র্কের ব্রঙ্কসে বাঙালিদের অন্যতম প্রধান ব্যবসা কেন্দ্রে পরিণত হয়েছে স্টারলিং-বাংলাবাজার এলাকাটি। এখন সকলকে সুসংগঠিত হয়ে ব্যবসা-বাণিজ্যের আরো প্রসার ঘটাতে হবে। বাংলাদেশি কমিউনিটির ব্যবসায় অগ্রগতিতে ঐক্যবদ্ধ থাকতে হবে সকলকে। বারবিকিউ পার্টি আয়োজনের জন্য তারা স্টার্লিং-বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, স্টার্লিং-বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের এটি ছিল দ্বিতীয় বারবিকিউ পার্টি। এর আগে ২৫ জুলাই সংগঠনটি একই স্থানে বছরের প্রথম বারবিকিউ পার্টির আয়োজন করে।

সংগঠনের কর্মকর্তারা জানান, মূলত প্রবাসী বাংলাদেশী স্কুল শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের জন্য ব্যাক টু স্কুল সামার বারবিকিউ’র আয়োজন করা হয়।

প্রসঙ্গত, নিউ ইয়র্কে জুলাই-আগস্ট শিক্ষা প্রতিষ্ঠানে সামার ভ্যাকেশন শেষে ৫ সেপ্টেম্বর নতুন শিক্ষা বর্ষের ক্লাস শুরু হবে।

আপনার মন্তব্য

আলোচিত