ইন্টারন্যাশনাল ডেস্ক

১৮ নভেম্বর, ২০১৫ ০০:১২

সিনাইয়ে বিমান বিধ্বস্ত বোমার আঘাতে, রাশিয়ার স্বীকারোক্তি

রাশিয়া স্বীকার করেছে সন্ত্রাসী হামলার কারণেই ৩১ অক্টোবর সিনাইয়ের আকাশে তাদের যাত্রী বিমানটি বিধ্বস্ত হয়েছিল।

রুশ গোয়েন্দা বিভাগ এফএসবি'র প্রধান অ্যালেক্সান্ডার বরটিনকভ প্রেসিডেন্ট পুতিনকে জানিয়েছেন বিমানটির ধ্বংসস্তূপের ভেতর বিস্ফোরকের নমুনা পাওয়া গেছে। খবর বিবিসির।

রুশ প্রেসিডেন্টের অফিস ক্রেমলিনের ওয়েবসাইটে এফএসবি প্রধান জানিয়েছেন, বিমানটিতে এক কেজি টিএনটি বিস্ফোরকের সমান একটি বোমা বিমানটিতে পাতা হয়েছিল।

এদিকে রিপোর্ট পাওয়ার পর পুতিন কড়া হুমকি দিয়ে বলেছেন, এই হামলার পেছনে দায়ীদের যে কোন মূল্যে ধরে শাস্তি দেওয়া হবে।

"বিশ্বের যেখানেই তারা পালিয়ে থাকুক, আমরা তাদের খুঁজে এনে শাস্তি দেব।"

রুশ প্রেসিডেন্ট বলেন, সিরিয়ায় রুশ বিমান হামলা আরও বাড়ানো হবে।

এফএসবি প্রধানের সাথে প্রেসিডেন্ট পুতিনের মঙ্গলবারের বৈঠকে রুশ সামরিক কম্যান্ডারও উপস্থিত ছিলেন।

গত মাসে মিশরের অবকাশ কেন্দ্র শারম আল শেখ থেকে ওড়ার পর সিনাইয়ের আকাশে রুশ বিমানটি বিধ্বস্ত ২২৪ যাত্রীর সবাই মারা যায়।

ইসলামিক স্টেটের সাথে সম্পর্কিত একটি জঙ্গি গোষ্ঠী এই হামলায় দায় স্বীকার করলেও রাশিয়া এবং বিশেষ করে মিশর এতদিন পর্যন্ত সন্ত্রাসী হামলার বিষয়টি মেনে নেয়নি।

কিন্তু এফএসবি প্রধানের এই বক্তব্যের পর রুশ বিমান বিধ্বস্তের সাথে সন্ত্রাসী হামলার যোগসূত্র দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হলো।

ব্রিটেন এবং রাশিয়া সহ অনেক দেশ শারম আল শেখে ফ্লাইট বন্ধ রেখেছে।

আপনার মন্তব্য

আলোচিত