ডেস্ক রিপোর্ট

১৮ ডিসেম্বর, ২০১৫ ২০:৫৯

পাকিস্তানে বিমান হামলায় ২৩ জঙ্গি নিহত

পাকিস্তানের আফগানিস্তান সীমান্তবর্তী উপজাতীয় এলাকায় সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ২৩ জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তানের সেনা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি শুক্রবার এ তথ্য জানিয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুসারে, আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তান ও খাইবার জেলার অন্তত ৬টি জঙ্গি আস্তানায় এসব হামলা চালানো হয়। এতে ২৩ জঙ্গি নিহতের পাশাপাশি আরও ১০ জঙ্গি আহত হয়েছে বলে দাবি করা হয়েছে।
 
তবে মধ্যবর্তী কোনো সূত্র থেকে এ খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি। জঙ্গিদের অভয়ারণ্য হিসেবে বিবেচিত পাকিস্তানের আফগান সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এসব অঞ্চলে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ।
 
গত বছর আফগান সীমান্তবর্তী সাতটি জেলাকে তালেবান ও আল কায়েদা মুক্ত করার লক্ষ্যে সেনাবাহিনী গৃহীত অভিযানের অংশ হিসেবেই এসব হামলা চালানো হয়।
 
ওই বছরের ডিসেম্বরে পেশওয়ারের আর্মি স্কুলে জঙ্গিদের হামলায় ১৪৪ শিশুসহ দেড়শ' জনকে নিহতের পর এই অভিযান জোরদার করে দেশটির সেনাবাহিনী।

আপনার মন্তব্য

আলোচিত