ইন্টারন্যাশনাল ডেস্ক

২২ ডিসেম্বর, ২০১৫ ০৯:৫৫

আফগানিস্তানে তালেবান হামলায় ৬ ন্যাটো সেনা নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় বাগরাম ঘাটিতে তালেবান হামলায় তিন মার্কিন সেনাসহ অন্তত ছয় ন্যাটো সেনা নিহত হয়েছে।
সোমবার আফগান-মার্কিন যৌথ টহল দলের ওপর মোটর সাইকেল নিয়ে আত্মঘাতী হামলা চালালে এসব সেনা নিহত হয়। হামলায় আরো অন্তত ছয় ন্যাটো সেনা আহত হয়েছে। খবর আইআরআইবির।
রাজধানী কাবুল থেকে ৪০ কিলোমিটার উত্তরে বাগরাম অবস্থিত। সেখানে আফগানিস্তানের সর্ববৃহৎ মার্কিন ঘাঁটি রয়েছে। স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে এ হামলা হয়েছে।
তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ টুইটার বার্তায় ১৯ মার্কিন সেনা নিহত হওয়ার দাবি করেছেন। এছাড়া, আরো অনেকে আহত হয়েছে বলে ওই বার্তায় দাবি করা হয়।
কাবুলে ন্যাটোর সদর দফতর বাগরাম ঘাটিতে আত্মঘাতী হামলার কথা নিশ্চিত করেছে। এ বিষয়ে তদন্ত চলছে বলে ন্যাটো দফতর থেকে জানানো হয়েছে।
বাগরামের জেলা প্রশাসক আবদুস শুকুর কুদুসিও হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত