সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২৯ জানুয়ারি, ২০১৬ ১১:০০

‘অন্তত দুই নারী বিয়ে না করলেই জেল’ নেহাতই গুজব: ইরিত্রিয়া সরকার

রাষ্ট্রের পুরুষ সদস্যদের কমপক্ষে দুজন নারীকে বিয়ে না করলে কারাবাসের শাস্তির বিধানের খবরকে নেহাতই গুজব বলেছে ইরিত্রিয়া সরকার।

গত সপ্তাহে বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়া খবরের কোন ভিত্তি নেই বলে জানিয়েছে সেদেশের সরকার। এমন কোন আইন হয়নি বলে জানানো হয়েছে উত্তরপূর্ব আফ্রিকার দেশটির সরকারের পক্ষ থেকে।

আফ্রিকার দেশগুলিসহ সোশ্যাল মিডিয়া মেতে উঠেছিল এই খবরে।

খবরটি প্রথম প্রকাশিত হয় কেনিয়ার একটি নিউজ ওয়েবসাইট ‘ক্রেজি মনডে’-তে। এই ওয়েবসাইটটি ‘স্ক্যান্ডাল’ এবং ‘গসিপ’ সংক্রান্ত খবর প্রকাশের জন্যই ‘বিখ্যাত’।

‘ক্রেজি মনডে’-র সূত্র ধরে একের পর ওয়েবসাইটে ছড়িয়ে পরে এই খবর। আর তাতেই বেজায় চটেছে ইরিত্রিয়া সরকার।

সংবাদ মাধ্যমকে এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন ‘‘এমনকি আসমারা (ইরিত্রিয়ার রাজধানী)-র রাস্তার এক পাগলও জানে এই খবর সম্পূর্ণ মিথ্যে।’’

আপনার মন্তব্য

আলোচিত