সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৫ ফেব্রুয়ারি , ২০১৬ ০৯:২৫

খাদ্যাভাবে দেড় লাখ পেঙ্গুইনের মৃত্যু

বরফের দেশখ্যাত অ্যান্টার্কটিকা মহাদেশের পেঙ্গুইনের বিচরণস্থলের পানিময় এলাকা প্রকাণ্ড বরফের আস্তরণে ঢাকা পড়ছে। এতে খাদ্য সংকটে পড়ে প্রায় দেড় লাখ পেঙ্গুইন মারা গেছে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, অ্যান্টার্কটিকার কমনওয়েলথ বে এলাকার এক হাজার ১২০ বর্গমাইল এলাকায় বরফের আস্তরণ বেড়েছে। এতে খাদ্য পেতে পেঙ্গুইনগুলোকে প্রায় ৭০ মাইল পথ পাড়ি দিতে হচ্ছে। অ্যান্টার্কটিকার যেসব জায়গায় পানির দেখা মেলে, সেসব স্থানেই পেঙ্গুইন থাকে। কিন্তু সেসব এলাকায় অল্প সময়ের ব্যবধানে প্রকাণ্ড বরফে ঢাকা পড়েছে।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের জলবায়ু পরিবর্তন গবেষণা কেন্দ্রের তথ্যমতে, ২০১১ সালের পর থেকে পূর্ব অ্যান্টার্কটিকার এক লাখ ৬০ হাজারের মধ্যে বর্তমানে আছে ১০ হাজার পেঙ্গুইন।

বিজ্ঞানীরা বলছেন, প্রকাণ্ড বরফের স্তূপের বিস্তার না কমলে আগামী ২০ বছরের মধ্যে পেঙ্গুইন প্রজাতি বিলুপ্ত হবে। 

আপনার মন্তব্য

আলোচিত