সিলেটটুডে ডেস্ক

০৬ মার্চ, ২০১৬ ২০:১৫

রাজস্ব ফাঁকি : ইরানি ধনকুবেরের মৃত্যুদণ্ড

ইরানের কোটিপতি ব্যবসায়ী বাবাক জানজানিকে রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

বিচার বিভাগীয় সূত্রের বরাত দিয়ে রোববার (৬ মার্চ) বিবিসি জানিয়েছে, তাকে জালিয়াতি ও অর্থনৈতিক অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে বলে আদালতের এক সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়।

ইরানের সবচেয়ে ধনী ব্যক্তিদের অন্যতম জানজানির বিরুদ্ধে অভিযোগ, তিনি তেল বিক্রি করে পাওয়া ১৯০ কোটি ডলারের রাজস্ব আটকে রেখেছিলেন। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন।

অবশ্য জানজানি এই মৃত্যুদণ্ডের আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয়ান ইউনিয়নে জানজানিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। কারণ ইরানের তেল বিক্রির ওপর যখন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বলবৎ ছিল তখন তিনি তা ফাঁকি দেয়ার কাজে ইরানের সরকার ও অন্য কয়েকটি কোম্পানিকে সহযোগিতা করেছিলেন।

তবে জানজানি স্বীকার করেছেন, তিনি ইরানের সরকারের হয়ে লাখ লাখ ব্যারেল তেল বিক্রির জন্য একাধিক কোম্পানিকে কাজে লাগিয়েছিলেন। সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক এবং মালয়েশিয়া থেকে এসব কোম্পানির একটি নেটওয়ার্ক এজন্য কাজ করত।

আপনার মন্তব্য

আলোচিত