সিলেটটুডে ডেস্ক

০৬ এপ্রিল, ২০১৬ ২০:৪৪

‘পানামা পেপারস’ মার্কিন ষড়যন্ত্র: রাশিয়া

তথ্য ফাঁসের ঘটনাকে রাশিয়ার বিরুদ্ধে মার্কিন ষড়যন্ত্র বলে বর্ণনা করেছে ক্রেমলিন।

ক্রেমলিনের মুখপাত্র বলেছেন, গোপন দলিলগুলো নিয়ে যারা অনুসন্ধান চালিয়েছেন তাদের অনেকেই সিআইএ’র সাবেক কর্মকর্তা।

কর ফাঁকি মোকাবেলায় সবাইকে আরো বেশি সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বলেছেন, কর ফাঁকির বিষয়টি একটি বৈশ্বিক সমস্যা। মার্কিন ট্রেজারি ইতোমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে বলেও জানান ওবামা। আলোচিত পানামা ফাইলস লিকে অফশোর ক্লায়েন্ট তালিকায় বাংলাদেশীদের নামও রয়েছে।

পানামার মোস্যাক ফনসেকার কর ফাঁকির তথ্য ফাঁসের ঘটনায় ‘পানামা পেপারসে’ ফাঁস হওয়া ওইসব দলিলের তথ্যের ফৌজদারি তদন্তে সহায়তা করার ঘোষণা দিয়েছে পানামা সরকার।

কী ধরনের অপরাধ হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত আর সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতির বিষয়গুলো মূলত খতিয়ে দেখবে পানামার প্রসিকিউটার অফিস। কর ফাঁকির গোপন তথ্য ফাঁস করে আলোচনার কেন্দ্রে মোস্যাক ফনসেকা।

সোমবার বিশ্বের ধনী এবং ক্ষমতাধর ব্যক্তিদের কর ফাঁকির গোপন নথি ফাঁস করে বিশ্বব্যাপী তোলপাড় সৃষ্টি করে পানামার ওই আইনী প্রতিষ্ঠানটি।

এ পর্যন্ত কর ফাঁকির কেলেঙ্কারিতে যাদের নাম এসেছে তাদের মধ্যে আছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর পরিবারের সদস্যরা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন, আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমুনডার ডাভিড গুনলাগসন, ফুটবল তারকা লিওনেল মেসি, ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্টিনোসহ আরো অনেকের নাম।

আপনার মন্তব্য

আলোচিত