আন্তর্জাতিক ডেস্ক

২৪ মে, ২০১৫ ১২:৫৬

সাংবাদিক হত্যা

দক্ষিণ সুদানের সংঘাতপূর্ণ জংলেই প্রদেশে বন্দুকধারীরা গুলি করে এক রেডিও সাংবাদিককে হত্যা করেছে। তাঁর নাম পাউ জেমস রায়েথ। তিনি বেসরকারি মালিকানাধীন রেডিও তামাজুজে কাজ করতেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গত শুক্রবার জানায়, তাদের প্রতিবেদক রায়েথ ও তাঁর বন্ধু রাস্তায় হেঁটে যাওয়ার সময় বন্দুকধারীরা তাঁদের লক্ষ্য করে গুলি করে। তবে রেডিও স্টেশনটি সরকারি কমিশনার তুত চোল রিয়ালের বরাত দিয়ে জানায়, এটি 'পরিকল্পিত হত্যা নয়'। দুটি প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে গুলি বিনিময়ের সময় তাঁরা 'ক্রসফায়ারে' হতাহত হন।

রেডিও তামাজুজের বিবৃতিতে বলা হয়, 'আমরা রায়েথের নির্মম হত্যাকাণ্ডের নিন্দা জানাই। রায়েথ শান্তি এবং জনগণকে শিক্ষিত করে তুলতে এবং তাদের তথ্য জানাতে কাজ করছিলেন।' বিবৃতিতে বলা হয়, রায়েথ ছিলেন মেধাবী ও পরিশ্রমী তরুণ। জুবায় অবস্থিত মার্কিন দূতাবাস সমবেদনা জানিয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত