সিলেটটুডে আন্তর্জাতিক প্রতিবেদন

২৬ মে, ২০১৫ ১৫:০৭

রামাদিতে আইএসের বিরুদ্ধে হামলা শুরু

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের কাছ থেকে আনবার প্রদেশের রামাদি শহরটি পুনর্দখল করতে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সামরিক অভিযান শুরু করেছে ইরাক।

প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি আগামী কয়েক দিনের মধ্যে শহরটি ইসলামিক স্টেটের কাছ থেকে কেড়ে  নেয়া হবে বলে দাবি করার মাত্র একদিন পর এ হামলা শুরু হয়েছে বলে জানা গেছে।

‘হাশিদ শাবি’ নামে পরিচিত শিয়া আধা সামরিক বাহিনীর মুখপাত্র আহমেদ আল আসাদি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে রামাদি হামলার ঘোষণা দিয়েছেন। আইএসের ‍বিরুদ্ধে পরিচালিত ওই সামরিক অভিযানের নাম দেয়া হয়েছে বলেছেন, ‘লাব্বায়িক ইয়া হোসেন।’ বাংলায় যার অর্থ হচ্ছে,‘আমি হাজির, হোসেন’।

প্রসঙ্গত, গত একবছর ধরে আইএস যোদ্ধাদের কাছে বেশ কয়েকবার পরাজিত হয়েছে ইরাকি বাহিনী। গত সপ্তাহে  আইএসের হাতে পরাজিত হওয়ার পর তারা গুরুত্বপূর্ণ রামাদি শহর ছেড়ে পালিয়ে আসে। তবে এই পরাজয়ের জন্য ইরাকি বাহিনীর লড়াই না করার মনোভাবকে দায়ি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাস্টোন কার্টার।

বর্তমানে আইএস যোদ্ধারা সিরিয়ার ৫০ ভাগ এবং ইরাকের এক তৃতীয়াংশ এলাকা দখল করে নিয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত