সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২১ ফেব্রুয়ারি , ২০১৮ ১৫:৩৮

সৌদিতে এবার ফ্যাশন শোও হবে!

ছবিঃ ইন্টারনেট

সৌদি আরবে বদলে যাওয়ার ধুম লেগেছে। এই বছর প্রথমবারের মতো ভ্যালেন্টাইনস ডে পালনের পর দেশটিতে এবার 'আরব ফ্যাশন উইক' আয়োজন হতে যাচ্ছে।

আসছে ২৬ থেকে ৩১ মার্চ রিয়াদে এই ফ্যাশন সপ্তাহ অনুষ্ঠিত হবে আরব ফ্যাশন কাউন্সিল তাদের ওয়েবসাইটে জানিয়েছে।

আরব ফ্যাশন কাউন্সিল জানিয়েছে, আগামী ২৬ থেকে ৩১ মার্চ রিয়াদের অ্যাপেক্স সেন্টারে প্রথম 'ফ্যাশন উইক' অনুষ্ঠিত হবে। অক্টোবরে তাদের রিয়াদেই এর দ্বিতীয় সংস্করণ অনুষ্ঠিত হবে।

জানা গেছে, প্রথম 'আরব ফ্যাশন উইক' বিশ্বমানের ইভেন্টের মতোই হবে। এটি সৌদি আরবের পর্যটন,  ভ্রমণ ও বাণিজ্যসহ অর্থনৈতিক খাতগুলোর দুয়ার খুলে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সৌদি আরবে সম্প্রতি নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বেশকিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন নতুন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এরমধ্যে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া থেকে শুরু। পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া এখন দেশটিতে স্বাধীনভাবে ব্যবসাও করতে পারবে। দেশটিতে ধর্মীয় পুলিশের ক্ষমতাও কমিয়ে ফেলা হয়েছে। মনে করা হচ্ছে 'ফ্যাশন উইক' আয়োজন এরই ধারাবাহিকতায় সর্বশেষ সংযোজন। 

তথ্যসূত্র: খালিজ টাইমস

আপনার মন্তব্য

আলোচিত