সিলেটটুডে ডেস্ক

১৭ এপ্রিল, ২০১৮ ২৩:২৮

লক্ষ বছর আগে ভারতে ইন্টারনেটের আবির্ভাব, দাবি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

আমেরিকা বা অন্য পশ্চিমী দেশগুলিতে নয়। লক্ষ বছর আগে আমাদের ভারতেই প্রথম আবির্ভাব ঘটেছিল ইন্টারনেটের।

কোনও বিজ্ঞানী নন, মঙ্গলবার এ কথা বলেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। ডিজিটাল পদ্ধতিতে রেশন শপ চালানোর ব্যাপারে আগরতলার প্রজ্ঞা ভবনে দু’দিনের কর্মশালার উদ্বোধন করে এ দিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সঞ্জয় কুরুক্ষেত্রের যুদ্ধের সময় মাঠে না গিয়েও যুদ্ধের সম্পুর্ণ বিবরণ ধৃতরাষ্ট্রকে শুনিয়েছিলেন। এটার মানে হল, তখনও আমাদের দেশে ইন্টারনেট প্রযুক্তি ছিল।’’ ভারতে বহু দিন আগে উপগ্রহের অস্তিত্বের কথাও জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী।

‘পিডিএস কম্পিউটারাইজেশন অ্যান্ড রিফর্মস’ শীর্ষক দু’দিনের ওই কর্মশালায় মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ডের সংশ্লিস্ট দফতরের প্রতিনিধিরাও হাজির ছিলেন।

বিপ্লব বলেন, ‘‘আমি গর্বিত যে, আমি এমন এক দেশে জন্ম নিয়েছি যা প্রযুক্তির ক্ষেত্রে অনেক উন্নত।’’

ত্রিপুরার মোট ১ হাজার ৮০৬ টি রেশন শপের মধ্যে প্রথমে ১৩টিতে এই প্রযুক্তি চালু করা হবে বলে সরকারি সূত্রের খবর।
সূত্র: আনন্দবাজার

আপনার মন্তব্য

আলোচিত