ইন্টারন্যাশনাল ডেস্ক

০১ মে, ২০১৮ ১১:০০

নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদলের সাথে সু চি ও সেনাপ্রধানের বৈঠক

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৩০ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং শীর্ষ জেনারেল মিন অং হ্লাং।

সোমবার (৩০ এপ্রিল) মিয়ানমারের রাজধানী নেপিদোতে পৌঁছার পর ডি-ফ্যাক্টো সরকারের ওই দুই শীর্ষ প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছে নিরাপত্তা পরিষদের প্রতিনিধিরা।

সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত খবর থেকে বৈঠকের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। তবে দুই পক্ষের মধ্যে কী আলোচনা হয়েছে, তা জানানো হয়নি।

এর আগে শনিবার (২৮ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে কুয়েত থেকে বিমানযোগে সরাসরি বাংলাদেশের কক্সবাজার বিমান বন্দরে পৌঁছান ৩০ সদস্যের এই প্রতিনিধি দল। কক্সবাজার বিমান বন্দর থেকে ইনানীর হোটেল রয়েল টিউলিপে পৌঁছানোর পর হোটেলটির সম্মেলন কক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, নিরাপত্তা বাহিনী ও রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন কমিশনারের সঙ্গে মতবিনিময় করেন তারা।

শনিবার (২৯ এপ্রিল) সকালে  তমব্রু নো-ম্যানস ল্যান্ড পরিদর্শন করেন তারা। সোমবার (৩০ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তারা মিয়ানমারের উদ্দেশে যাত্রা করেন।

জাতিসংঘ মুখপাত্র স্টিফেন ডুজারিক সোমবার যুক্তরাষ্ট্রের রাজধানী নিউ ইয়র্কে সাংবাদিকদের জানান, মিয়ানমারের রাজধানী নেপিদোতে পৌঁছানোর পর সু চি ও মিন অং হ্লাং ছাড়াও সরকার, আইনপ্রণেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল।

চীনা বার্তা সংস্থা শিনহুয়া জানায়, রোহিঙ্গা সংকট শুরুর পর জাতিসংঘের সর্বোচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে মিয়ানমারের নেত্রী সু চির এটাই প্রথম বৈঠক।

ফরাসি বার্তা সংস্থা এএফপির খবর অনুযায়ী, বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকাল বেলা। বৈঠকে কী আলোচনা হয়েছে সেটা নিয়ে বিস্তারিত জানা যায়নি এখনও। তবে আজ (মঙ্গলবার) রাখাইন সফর শেষে প্রতিনিধি দলটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত