সিলেটটুডে ডেস্ক

০৯ জুলাই, ২০১৮ ১০:৫৩

তুরস্কে ট্রেন দুর্ঘটনায় ১০ জন নিহত

তুরস্কের উত্তর-পূর্বাঞ্চলে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১০ জন নিহত ও ৭০ জনেরও বেশি লোক আহত হয়েছেন।

বিবিসি, বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার ৩৬০ জন যাত্রী নিয়ে ট্রেনটি বুলগেরিয়ার সীমান্ত সংলগ্ন কাপিকুলে শহর থেকে ইস্তাম্বুলে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে।

ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির পরিবহন মন্ত্রণালয়।

দুর্ঘটনার প্রকৃত কারণ পরিষ্কার না হলেও কর্তৃপক্ষ খারাপ আবহাওয়া ও ভূমিধসকে দুর্ঘটনার কারণ বলে বর্ণনা করেছে।

অপরদিকে সিএনএন তুর্কির প্রতিবেদনে একটি সেতু ধসে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে বলা হয়েছে।

টেলিভিশনে প্রদর্শিত ছবিতে ট্রেনের কয়েকটি বগি একপাশে কাত হয়ে পড়ে থাকতে ও জরুরি বিভাগের কর্মীদের সেখানে উদ্ধার তৎপরতা চালাতে দেখা গেছে।

তুরস্কের প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতিতে একটি ভূমিধসের জন্য ট্রেনটি দুর্ঘটনায় পড়েছে বলে বলা হয়েছে।

ইস্তাম্বুল থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে তেকিরদাগ প্রদেশে দুর্ঘটনাটি ঘটেছে। প্রদেশটির গভর্নর মেহমেত সেইলান ট্রেন লাইনচ্যুতির জন্য প্রবল বর্ষণকে দায়ী করেছেন। এ দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজন রুশ পর্যটক আছেন বলে জানিয়েছে রাশিয়ার গণমাধ্যম।

আপনার মন্তব্য

আলোচিত