আন্তর্জাতিক ডেস্ক

০৮ আগস্ট, ২০১৮ ১১:১৪

তীব্র দাবদাহে বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন অঞ্চল, স্পেনে ৯ জনের মৃত্যু

তীব্র দাবদাহে বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন অঞ্চল। এতে চরম দুর্ভোগে পড়েছেন জনসাধারণ। স্পেন এবং পর্তুগালে গত এক সপ্তাহের বেশি সময় ধরে চলা দাবদাহে চরম আকারে ধারণ করেছে।

তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করে স্পেনে জনসাধারণে চলাচলে সর্তকতা জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর।

এদিকে এক সপ্তাহে এ দাবদাহে স্পেনে ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দেশে তাপমাত্রা নতুন রেকর্ড করেছে।

আঞ্চলিক স্বাস্থ্য বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, গত বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৬৬ বছর বয়সী এক ব্যক্তি হিট স্ট্রোকে মারা যান।

ওই মুখপাত্র জানিয়েছেন, এর দু’দিন পরেই হিট স্ট্রোকে ৭৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। চলতি সপ্তাহে স্পেনের তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

কাতালোনিয়ার উত্তরপ্রদেশে আশ্রয়হীন তিনজনের মৃত্যু হয়েছে। গত সপ্তাহে রাস্তা নির্মাণে কাজ করা এক শ্রমিক এবং কারাগারে বন্দী থাকা একজন হিট স্ট্রোকে প্রাণ হারিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত