আন্তর্জাতিক ডেস্ক

১৩ আগস্ট, ২০১৮ ১২:২২

আলাস্কার উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) অনুযায়ী, গতকাল রোববারের এ ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৪। তবে ওই এলাকায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের উপকেন্দ্রটি ওই এলাকার ক্ষুদ্র শহর কাকটোভিক থেকে প্রায় ৬৪ কিলোমিটার উত্তর-পূর্বে। তেলখনি সমৃদ্ধ ওই এলাকায় রেকর্ড করা ভূমিকম্পগুলোর মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী ভূকম্পন। তবে তেল পাইপলাইনে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বলেও খবর পাওয়া যায়নি।

ইউএসজিএসের তথ্য ও ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের পর এলাকাটিতে বেশ কয়েকটি পরাঘাত অনুভূত হয়েছে।

১৯৯৫ সালে রেকর্ড করা ৫ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্পই ছিল ওই এলাকায় সংঘটিত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

জানা গেছে, ভূমিকম্পটির উপকেন্দ্র থেকে নিকটবর্তী এলাকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন খনিজ তেলের জন্য ড্রিলিং করার পরিকল্পনা করেছে।

আপনার মন্তব্য

আলোচিত