আন্তর্জাতিক ডেস্ক

১৪ আগস্ট, ২০১৮ ২০:৩৭

ইতালিতে সেতু ধসে নিহত ১১

ইতালির বন্দর নগরী গেনোয়াতে একটি মোটরওয়ে ব্রিজ ধসে পড়ায় ১১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সেখানকার পুলিশ।

মঙ্গলবার (১৪ আগস্ট) স্থানীয় পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, প্রায় ২০টি গাড়ি এ দুর্ঘটনার কবলে পড়েছে এবং এতে সেখানকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

দেশটির পরিবহনমন্ত্রী ড্যানিলো টোনিনেলি বলেছেন, এটি ‘অপরিমেয় দুঃখজনক ঘটনা’।

স্থানীয় ফায়ার ব্রিগেড জানায়, স্থানীয় সময় আনুমানিক ১১টা ৩০ মিনিটে ব্রিজটির একটি সেকশন ধসে পড়ে। এসময় সেখানে মুষলধারে বৃষ্টি পড়ছিল। নদী ও শহরের কিছু এলাকার ওপর সেটি ধসে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ধসে পড়ার সময় সেতুটির ওপর গাড়ির দীর্ঘ সারি ছিল। সেতুটি ধসে পড়ায় ধ্বংসাবশেষের নিচে গাড়ি চাপা পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জানা যায়, ১৯৬০ সালে নির্মিত এই মোটরওয়ে ব্রিজটিতে ২০১৬ সাল থেকে পুনর্নির্মাণের কাজ চলছিল।

আপনার মন্তব্য

আলোচিত