আন্তর্জাতিক ডেস্ক

২০ ডিসেম্বর, ২০১৮ ১৪:৩৭

নতুন মন্ত্রিপরিষদ গঠন শ্রীলঙ্কার প্রেসিডেন্টের

শ্রীলঙ্কায় ৩০ সদস্যবিশিষ্ট নতুন মন্ত্রিপরিষদ গঠন করেছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) জটিল এক রাজনৈতিক সংকটের পর রনিল বিক্রমসিংহেকে ফের প্রধানমন্ত্রী পদে পুনর্বহাল করার পর নতুন মন্ত্রিসভার ঘোষণা দিলেন সিরিসেনা।

মানগালা সামারাবীরাকে অর্থমন্ত্রী হিসেবে পুনর্নিয়োগ দিয়েছেন তিনি।

অক্টোবরের শেষ দিকে তৎকালীন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহকে বরখাস্ত করে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন প্রেসিডেন্ট সিরিসেনা। কিন্তু রাজাপাকসে পার্লামেন্টের সমর্থন না পাওয়ায় শ্রীলঙ্কায় রাজনৈতিক সংকট শুরু হয়।

পরে সংকট সামাল দিতে ব্যর্থ রাজাপাকসের পদত্যাগের মধ্য দিয়ে বিক্রমসিংহের ক্ষমতায় ফিরে আসার পথ সুগম হয়।

আপনার মন্তব্য

আলোচিত