সিলেটটুডে ডেস্ক

০৪ মার্চ, ২০১৯ ০২:১৩

‘অভিনন্দন-গোঁফে’ মেতেছে ভারত

পাকিস্তানের হাতে আটকের পর মুক্তি পাওয়া ভারতীয় বিমান বাহিনীর পাইলট অভিনন্দন বর্তমানের বাহারি গোঁফের অনুকরণে ভারতজুড়ে গোঁফ রাখার হিড়িক পড়েছে।

দুইদিন পাকিস্তানি সেনাবাহিনীর কাছে আটক থাকার পর সীমান্ত হয়ে দেশে ফেরার পর থেকেই তাঁর প্রতি ভালোবাসা জানাচ্ছেন ভারতীয়রা। পাইলট অভিনন্দনের মতো করে গোঁফ রাখাটাকেও এক রকম দেশপ্রেম হিসেবেই দেখছেন অনেকে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, গোঁফ ছাটার এই প্রবণতা আগামী কয়েকদিনে ভারতজুড়ে আরো বাড়তে পারে।

বেঙ্গালুরুর কোলস রোডের আউটলুক মেনজ সেলুনের চাঁদ মোহাম্মদ বলেন, ‘অভিনন্দন আমাদের আসল নায়ক। এ কারণে আমরা এই স্টাইলটা চালু করেছি। এর আগে আমরা বলিউড অভিনেতা সালমান খান বা শাহরুখ খানের স্টাইল অনুসরণ করেছি। প্রতিদিন আমরা অন্তত ১০ জন তরুণকে পাচ্ছি যারা অভিনন্দনের গোঁফের স্টাইলটা নিচ্ছেন।’

ব্র্যান্ড এবং ফ্যাশনের ভাবমূর্তি বিষয়ে এক বিশেষজ্ঞ বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘অভিনন্দনের অভিজাত গোঁফ যেন তাঁর আকাশের মতো মুখাবয়বে চৌকস একটি বিমান। এর নান্দনিকতা মানুষের কাছে প্রিয় হয়ে ওঠার মতো। ঠিকই মানুষ সেটা নিজের করে নিতে চাইছে।’‌‌

কিছু কিছু সেলুনে অভিনন্দন স্টাইলের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে। দুধ প্রক্রিয়াজাত প্রতিষ্ঠান আমুল অভিনন্দনকে শুভেচ্ছা জানাতে তাদের বিজ্ঞাপনের নাম দিয়েছে ‘#আমুল মোচ।’

গত বুধবার পাকিস্তানের সেনাবাহিনীর হাতে আটক হন ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। সেদিন পাকিস্তান দুটি ভারতীয় বিমান ভূপাতিতের দাবি করে। এর একটিতে ছিলেন অভিনন্দন। প্যারাস্যুটে করে মাটিতে নামার পর পাকিস্তানি সেনারা তাকে আটক করে। দুদিন পর শুক্রবার পাকিস্তান তাঁকে ভারতের হাতে হস্তান্তর করে।

আপনার মন্তব্য

আলোচিত