সিলেটটুডে ডেস্ক

১৯ এপ্রিল, ২০১৯ ১৮:২৯

শতাব্দী রায়কে পেঁয়াজের মালা উপহার!

নির্বাচনী প্রচারে এসে পেঁয়াজের মালা উপহার পেয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও পশ্চিমবঙ্গের বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। বৃহস্পতিবার বীরভূমের লোবা এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে এক চাষির কাছ থেকে তিনি এ উপহার পান।

এমন ব্যতিক্রম উপহার পাওয়ার পর শতাব্দীও মজা করে ওই চাষিকে বলেন, ‘ধন্যবাদ আপনাকে, হাত মেলান। আগামী বেশ কয়েক মাস আর আমাকে রান্নার জন্য বাজার থেকে পেঁয়াজ কিনতে হবে না।’

জানা যায়, দুবরাজপুর থেকে বেরিয়ে উত্তরডাহা ধগড়িয়া, পলাশডাঙা গ্রামে ভোট প্রচার সেরে লোবায় পৌঁছে লোবা কালীবাড়িতে পূজা দেন তিনি। হুড খোলা গাড়িতে প্রচারের ব্যবস্থা ছিল। লোবা থেকে ফরিরবেড়া গ্রামে এসে প্রচার চালানোর সময় এলাকার এক পেঁয়াজচাষি শেখ আতাউল বিদায়ী সাংসদকে মস্ত একটি পেঁয়াজের মালা উপহার দেন।

তবে তার এমন উপহার নিয়ে সমালোচনা করেছেন বিরোধী পক্ষরা।

কটাক্ষ করে তারা বলেন, আলুর রোগ লেগেছে পেঁয়াজেও। বেশি ফলনের জন্য এবার পেঁয়াজের দাম তলানিতে ঠেকেছে। ন্যায্য দাম না পাওয়ার জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় আন্দোলনে নেমেছেন পেঁয়াজচাষিরা। কয়েক দিন আগে রাস্তায় পেঁয়াজ ফেলে হুগলির পান্ডুয়া, পোলবা ও বলাগড় ব্লকে প্রতিবাদ করেছেন চাষিরা।

প্রসঙ্গত বলাগড়েই মাত্র ১৭ দিনের ব্যবধানে আত্মহত্যা করেছেন দুই চাষি। বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে- রাজ্য সরকারকে সহায়ক মূল্যে পেঁয়াজ ও আলু কিনতে হবে। এমন পরিস্থিতিতে সেখানে শাসক দলের প্রার্থীকে পেঁয়াজের মালা ‘উপহার’ নাকি ‘উপহাস’ তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

আপনার মন্তব্য

আলোচিত