আন্তর্জাতিক ডেস্ক

২৭ এপ্রিল, ২০১৯ ১৩:৩৫

শ্রীলঙ্কায় হামলা: সন্দেহভাজন তালিকায় ভুল নারীর ছবি প্রকাশ

ইস্টার সানডের দিন শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনায় তিন নারীসহ সন্দেহভাজন যে ছয়জনের ছবি প্রকাশ করেছে শ্রীলংকা সরকার সে তালিকায় ভুলে অন্য এক নারীর ছবি প্রকাশ করা হয়েছে।

ভুলে যুক্তরাষ্ট্রের এই নারীর ছবি প্রকাশ করায় ক্ষমা চেয়েছে শ্রীলঙ্কা পুলিশ। খবর বিবিসি।

যুক্তরাষ্ট্রের নাগরিক ওই নারীর নাম আমারা মাজিদ। তিনি একজন মুসলিম অ্যাক্টিভিস্ট ও লেখক। ইসলাম সম্পর্কে ধর্মনিরপেক্ষতা মোকাবেলা করার জন্য দ্য ফরেনার্স নামে একটি বই লিখেছেন তিনি।

এক টুইটে আমারা মাজিদ লেখেন, ‘শ্রীলংকা সরকারের তালিকায় ভুলক্রমে হামলাকারী হিসেবে আমার ছবি প্রকাশ করা হয়েছে।’

শ্রীলংকায় ইস্টার সানডের দিন সিরিজ বোমা হামলার ঘটনায় সন্দেহভাজন ছয়জনের ছবি প্রকাশ করা হয়। বৃহস্পতিবার সন্দেহভাজন ছয়জনের ছবি প্রকাশ করে তাদের সম্পর্কে জনগণের কাছ থেকে তথ্য চায় পুলিশ।

হামলায় সংশ্লিষ্টতার অভিযোগে শুক্রবার পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পুলিশি হেফাজতে আছেন ৭৬ জন।

পুলিশের ধারণা, নয়জন আত্মঘাতী হামলাকারী এই সিরিজ বোমা হামলায় অংশ নেয়। তারা স্থানীয় সন্ত্রাসী গ্রুপ ন্যাশনাল তাওহীদ জামাতের (এনটিজে) সদস্য।

আপনার মন্তব্য

আলোচিত